Misunderstood!

হয়তো আমারই ভুল ছিল

-এস, এম, মনিরুজ্জামান

হয়তো আমি ভুল কিছু বলেছি;
নয়তো তুমি ভুল শুনেছো।
অথবা আমি ঠিকই ছিলাম;
তুমি ভুল বুঝেছ!
অথবা আমি বোঝাতে পারিনি; আমি নির্ভুল;
তুমি যা বোঝার বুঝে নিয়েছো ।
কিংবা আমারই ভুল আমি বুঝতে পারিনি;
তুমি হয়তো ঠিকই ছিলে।
ভুল বুঝে কি মজা হয় জানিনা;
তবে ভুল বুঝলে কষ্ট হয়!

Misunderstood!

-S. M. Maniruzzaman

Perhaps I said something wrong,
Or perhaps you heard it so.
Maybe I was right all along,
But you misunderstood, I know.

Perhaps I failed to make it clear,
While I believed I spoke just fine.
You chose a meaning you wanted to hear,
While my words held another sign.

Or maybe I’m the one at fault,
Blind to the truth you already knew.
In tangled thoughts we often halt,
Unsure of what is false or true.

I don’t know if there’s joy in being confused,
But I do know this—misunderstanding hurts.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *