
My Beloved Homeland
-S. M. Maniruzzaman
In the shade of serene twilight,
Nestled in warmth and tender light,
This is my beloved homeland!
A heaven on this cherished earth of mine!
Here, the golden rays pierce through the mist,
Blending with the golden ripened grain.
Here, the silvery moonlight breaks the night,
Dancing on the silvery river’s waves.
Gentle breezes sway the forest leaves.
Though I wander far for life’s demands,
My heart forever lingers here.
Again and again, I find my way back,
To taste the essence of life so dear.
Here, at last, I seek my eternal rest.
ছায়া সুনিবিড় সন্ধ্যার তীর
-এস, এম, মনিরুজ্জামান
ছায়া সুনিবিড় এই সন্ধ্যার তীর,
স্নেহ-মমতায় ঘেরা স্বপ্নের নীড়,
এইতো আমার প্রিয় জন্মভূমি!
এযে স্বর্গ আমার প্রিয় এই অবনীর!
এখানে কুয়াশার বুক চিরে সোনালী রোদেরা এসে;
সোনালী ধানের শীষে মিশে যায়।
এখানে রাতের আঁধার ঠেলে রুপালী চাঁদিমা এসে;
রুপালী নদীর জলে ভেসে যায়।
এখানে বনে বনে দোলা দেয় স্নিগ্ধ সমীর।।
আমিতো সময়ের প্রয়োজনে ছুটে যাই যেখানেই;
মনটাতো পরে থাকে এখানে।
আমিতো ঘুরেফিরে বারে বারে ছুটে আসি এখানেই;
জীবনের স্বাদ পাই যেখানে।
এখানেই সব শেষে পাই যেন ঠাঁই সমাধির।।
সন্ধ্যা একটি নদীর নাম। এই সন্ধ্যা নদীর তীরেই ছায়া সুনিবিড় ছোট্ট সুন্দর একটা গ্রামে কেটেছে আমার শৈশব কৈশোর। পৃথিবীর যেখানেই যাই না কেন আমার গ্রাম, আমার মাতৃভুমি সবসময় আমার মনে অমলিন।
জন্মভুমিকে নিয়ে বেশ সুন্দর কবিতা। অনেক অনেক ভালোলাগা।
আন্তরিক ধন্যবাদ